সাম্প্রতিক কর্মকাণ্ড
জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে শিশু একাডেমিতে মুজিব কর্নার স্থাপন করা হয়েছে। শিশুদের মাঝে দেশপ্রেম গড়ে তোলার লক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ৬৪টি জেলা কার্যালয়ের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছে। শিশুদের জন্য ২ থেকে ৩ বছর মেয়াদি প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হয়। এটিও অব্যাহত আছে। প্রশিক্ষণের বিষয়গুলো হচ্ছে সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন ও তবলা । সকল শ্রেণির শিশুদের বর্ণিত প্রশিক্ষণ কোর্সসমূহে নির্ধারিত ফি প্রদানের মাধ্যমে প্রশিক্ষণে ভর্তির সুযোগ আছে। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য প্রাক-প্রাথমিক ও শিশু বিকাশ কার্যক্রম আছে। দুঃস্থ শিশুদের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ রয়েছে।গুরুত্ব বিবেচনা করে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন করা হয়। এ সকল অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণের সুযোগ রয়েছে।এছাড়াও বিশ্ব শিশু দিবস, শিশু অধিকার সপ্তাহ, বাংলা নববর্ষ উদযাপন, শিশুদের শিক্ষাসফর, শিশু নাট্য প্রতিযোগিতা, জেলার খ্যাতিমান শিল্পী/শিক্ষাবিদ এর জন্মবার্ষিকী, জাতীয় শোক দিবস, শেখ রাসেলের জন্মদিন, শহীদ বুদ্ধিজীবি দিবস, মহান বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মহান স্বাধীনতা দিবস, জেলা ও উপজেলা পর্যায়ে সাংস্কৃতিক উৎসব, শিশু আনন্দমেলা, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ও পবিত্র ঈদে মিলাদুন্নবীসহ আরো অন্যান্য গুরুত্বপূর্ণ অনুষ্ঠান উদযাপন করা হয় এবং এ সকল অনুষ্ঠানে সকল শ্রেণির শিশুদের ব্যাপক অংশগ্রহণের সুযোগ রয়েছে।